আশুলিয়ায় হেরোইনসহ যুবক আটক
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকার সাভারের আশুলিয়ায় ৫৬ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটকের কথা জানিয়েছে র্যাব। আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকা থেকে মঙ্গলবার রাতে সাব্বির হোসেনকে (৩৬) আটক করা হয়। সাব্বির বাড়ি সাভারে বলে তবে পুলিশ জানালেও তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
র্যাব-৪ এর এসপি নারেশ চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাব্বিরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৬ গ্রাম হেরোইন উদ্ধার এবং তার ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সাব্বিরকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে বলে জানান র্যাব কর্মকর্তা নারেশ।