আশুলিয়ায় স্বামীকে আটকে রেখে গণধর্ষণ, বাড়ির মালিক আটক
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকার আশুলিয়ায় স্বামীকে আটকে রেখে পোশাক শ্রমিক স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিককে আটক করেছে পুলিশ।
আশুলিয়া থানার এসআই সেলিম রেজা জানান, আটক মো. কালাম (৪৫) আশুলিয়ার পশ্চিম জামগড়া এলাকার ফকিরবাড়ির বাসিন্দা। তার বাড়ির একটি কক্ষে ভাড়া থাকেন ডিইপিজেডের পোশাক কারাখানার নারী শ্রমিক ও তার পরিবহন শ্রমিক স্বামী।
ওই নারী সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাতে তারা ঘরে ছিলেন। রাতে বাড়ির মালিক কালাম পাঁচজনকে সঙ্গে নিয়ে এসে ডিসেম্বরের মাসের বকেয়া দুই হাজার টাকা ভাড়া চান। টাকা দিতে না পারলে কালামের দুই সহযোগী তার স্বামীকে পাশের কক্ষে নিয়ে আটকে রাখেন।
এরপর তিনজন আমার হাত-পা চেপে ধরে। আর বাড়ির মালিক ধর্ষণ করে। পরে অন্য তিনজনও ধর্ষণ করে। এছাড়া তারা তার সোনার চেইন, কানের দুল ও নাকের ফুল খুলে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।
এসআই সেলিম রেজা বলেন, রাতেই ওই নারী থানায় এসে অভিযোগ দেন। পুলিশ রাতেই বাড়ির মালিক কালামকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তিনি গয়না খুলে নেওয়ার কথা স্বীকার করলেও ধর্ষণের কথা অস্বীকার করেছেন।
ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের পাঠানো হয়েছে বলে তিনি জানান।