আশুলিয়ায় বাস চালককে কুপিয়ে হত্যা
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকার আশুলিয়ায় এক বাস চালককে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারীরা। গতকাল শনিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। নিহত সাদ্দাম হোসেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলহাটি গ্রামের সুরত আলীর ছেলে। তিনি ‘ঠিকানা পরিবহন’ নামের বাসের চালক ছিলেন।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, নিহত চালক মাদকের সঙ্গে জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাই এই হত্যাকাণ্ডের পিছনে মাদকের বিষয় থাকতে পারে। এ ঘটনায় ইতিমধ্যে আমরা দুইজনকে চিহিৃত করতে পেরেছি। তাদের আটক করতে পারলে হত্যার কারণ উদঘাটন করা সম্ভব হবে। এ ঘটনায় আশুলিয়ায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জবেদ জানান।