January 21, 2025
জাতীয়

আশুলিয়ায় বাসচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

দক্ষিণাঞ্চল ডেস্ক

ঢাকার সাভারের আশুলিয়ায় বাস চাপায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার আশুলিয়ার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইউনিক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল হোসেন (৩২) চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানার নরেন্দ্রপুর গ্রামের বদর আলীর ছেলে। তিনি আশুলিয়ার কুরগাঁও এলাকায় ভাড়া থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। এ ঘটনায় উজ্জ্বলের সহকর্মী রেজাউল করিম আহত হয়েছেন।

রেজাউল বলেন, বাসা থেকে বের হয়ে কাজের উদ্দেশ্য নিয়ে বাসে করে বাইপাইল থেকে ইউনিক যাচ্ছিল তারা দুইজন। পরে ইউনিকে বাস স্ট্যান্ডে বাস থেকে নামতেই পেছন দিক থেকে আসা অপর একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই উজ্জ্বলের মৃত্যু হয়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে বলে জানান তিনি।

আশুলিয়া থানার এসআই রফিকুল বলেন, লাশ তার স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস ও চালককে আটক করা যায়নি।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *