আশুলিয়ায় পোশাক শ্রমিককে গণধর্ষণ, আটক ১
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকার আশুলিয়ায় পাওনা টাকা চাইতে যাওয়া এক নারী পোশাক শ্রমিককে দলবেঁধে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আশুলিয়া থানার পরিদর্শক জিয়াউল ইসলাম জানান, সোমবার রাতে আসাদুল শেখ (৩২) নামে এই ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেন। গ্রেপ্তার আসাদুল নাটোর সদর থানার তেবাড়িয়া গ্রামের সাদেক আলী শেখের ছেলে। আশুলিয়ার বাইপাইল বসুন্ধরারটেকের শাহিনের বাড়িতে ভাড়া বাসায় থাকেন তিনি।
পরিদর্শক জিয়াউল মামলা নথির বরাতে বলেনন, ২৩ বছর বয়সী এই পোশাক শ্রমিক বসুন্ধরারটেক এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। কিছুদিন আগে তার প্রতিবেশী বাবর আলীর বাড়ির কেয়ারটেকার মুসলিম উদ্দিন তার কাছ থেকে দুই হাজার টাকা ধার নেন।
পরিদর্শক বলেন, রোববার দুপুরে ওই নারী সেই পাওনা টাকা চাইতে গেলে স্থানীয় আসাদুল ও তার পাঁচ বন্ধু তাকে ওই বাড়ির চতুর্থ তলার একটি কক্ষে নিয়ে আটকে রেখে ধর্ষণ করেন। ওই নারী অসুস্থ হয়ে পড়লে তার সোনার গয়না নিয়ে আসামিরা পালিয়ে যান বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে জানিয়ে পরিদর্শক বলেন, গ্রেপ্তার আসাদুলকে সাত দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।