আশুলিয়ায় চোর সন্দেহে তরুণকে পিটিয়ে হত্যা
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকার আশুলিয়ায় ‘চোর সন্দেহে’ একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আশুলিয়া থানার এসআই নাহিদ হোসেন জানান, শনিবার ভোরে আশুলিয়া ইউনিয়নের গৌরীপুর দক্ষিণপাড়া এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত রবীন্দ্রনাথ (২৫) ঢাকার সাভার উপজেলার বিরুলিয়ার দেউন সাইপারা এলাকার বিশম্বর নাথের ছেলে।
আশুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোরহাব হোসেন বলেন, রবীন্দ্রনাথ ভোরে একটি মুদি দোকানে চুরি করতে গিয়েছিলেন বলে দাবি করেছে এলাকাবাসী। এ সময় তারা তাকে পিটিয়ে হত্যা করে। চুরির ঘটনায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে নাকি অন্য কোনো ঘটনা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এসআই নাহিদ বলেন, চোর সন্দেহে পিটিয়ে হত্যার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার বিরুদ্ধে এর আগে কোথাও চুরি বা ডাকাতির অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।