December 22, 2024
আঞ্চলিক

আশাশুনির ম্যাগমধু বোতলজাত হয়ে সারাদেশে যাচ্ছে

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরায় তিন যুগেরও বেশী সময় ধরে পরিচিত মৌ-চাষী ও মধু বিক্রেতা খাঁন সাহেবের মধু এখন ‘ম্যাগমধু’ নামে সারা দেশে বোতলজাত মধু হিসাবে সরবরাহ করা হচ্ছে। ১ জানুয়ারী নববর্ষে সকাল ১০ টায় ম্যাগ-এর নিজস্ব বাসভবনে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ম্যাগের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব আলী গাজী বলেন, সারা দেশ থেকে আমাদের কাস্টমারদের চাহিদা পুরনে এ উদ্বোগ নেয়া হয়েছে। এবং আমরা আশাবাদী যে সারা দেশের ভোক্তারা আগের মত এটাকে আরও ভালোভাবে গ্রহণ করবে। ’ম্যাগ’-এর সি ই ও গাজী সকিব বলেন- ‘সাধারণত আমরা প্রতিদিন সারাদেশ থেকে প্রচুর আর্ডার পাই। মুলপণ্য মধুর সাথে কুরিয়ার চার্জ যোগ হওয়াসহ দূর থেকে বারবার কেনা ক্রেতাদের জন্য কষ্টের ব্যাপার হয়ে দাড়িয়েছে। এসব বিষয়ে ক্রেতাদের অনুরোধ এবং খাঁটি মধু সবার কাছে পৌছানোর লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ম্যাগের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব আলী গাজী, সি ই ও গাজী সাকিব, চিফ অ্যাডভাইজার রেবেকা বেগম, গাজী জেসমীন ও মোহাম্মদ আহসান উল্লাহ প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *