আশাশুনিতে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা আশাশুনিতে স্বর্ণ ব্যাবসায়ি তপন কুমার পাইনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বুধহাটা এলাকায় উক্ত ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা নগদ ৩৫ হাজার টাকা ও সাত ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তপন কুমার পাইন উপজেলার বুধহাটা গ্রামের নিরাপদ পাইনের ছেলে।
তপন কুমার পাইন জানান, এক দল ডাকাত সোমবার দিবাগত রাত তিনটার দিকে তার বাড়ির গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা তাকেসহ বাড়ির অন্যান্যদের বেঁধে রেখে ঘরের আলমারি ভেঙ্গে নগদ ৩৫ হাজার টাকা ও সাত ভরি স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যায়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, এ ঘটনা শুনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরো জানান, মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।