December 23, 2024
আঞ্চলিক

আশাশুনিতে রোপা আমন প্রদর্শনীর মাঠ দিবস

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা ঈদগাহ ময়দানে রোপা আমন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

খরিপ-২/ ২০১৮-১৯ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে রোপা আমন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ পরিচালক কৃষিবিদ অরবিন্দ বিশ্বাস। উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আলহাজ্ব নূরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি এম অলিউল ইসলাম। উপ সহকারী কৃষি কর্মকর্তা জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে এসএপিপিও আঃ গনি, কৃষক অহেদ আলি সরদার প্রমুখ বক্তব্য রাখেন। কৃষক অহেদ আলি তার জমিতে কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে ব্রি ধান-৭৬ জাতের ধানের চাষ করেছিলেন।

ফসল কর্তন শেষে দেখা গেছে তার জমিতে বিঘা প্রতি ১৯ মন ধান উৎপাদন হয়েছে। অধিক পানিতে চাষ যোগ্য, পানিতে তলিয়ে থাকার দীর্ঘ ক্ষমতা সম্পন্ন এই ধান এলাকার জলাবদ্ধ ও মাছ চাষের জমি পতিত না রেখে চাষাবাদ করতে উপস্থিত চাষীরা উৎসাহ ব্যক্ত করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *