December 23, 2024
আঞ্চলিক

আশাশুনিতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে দুই লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছিল। কুল্যা গ্রামের মৃত গহর আলি সরদারের পুত্র মিকাঈল ইসলাম জানান, তিনি কাদাকাটি হলদে পোতা ব্রীজের কাছে করচাডাঙ্গা নামক স্থানে ৫ বিঘা জমিতে হারি নিয়ে দীর্ঘ ৭/৮ বছর মৎস্য চাষ করে আসছি। ঘেরে ইতিমধ্যে বাগদা রেণু, খোরখুনা ও হরিনা মাছ ছেড়েছি। বুধবার সন্ধ্যায় আমি ঘেরে গিয়ে দেখি কিছু মাছ মরে ভাসছে। কিছু ছটঅট করছে। তখন সমস্ত ঘের ঘুরে দেখি কিন্তু কি কারণে এটি হলো বুঝতে পারছিলামনা। সকালে দেখি সমস্থ মাছ মরে ভাসছে। তখন বুঝতে পারলাম বিষক্রিয়ায় এটি হয়েছে।
তিনি বলেন, ৫/৭ দিন ্আগে পাশের ডিসিআর প্রাপ্ত খাল মালিকের সাথে দ্ব›দ্ব হলে সে আমাকে নানা হুমকী দেয়। এছাড়া ২০১৪ সালে রেণু পোনা বিক্রয়ের পাওনা টাকা চাওয়া নিয়ে জ্জ মাস আগে আরেক ঘের মালিকের সাথে ঝগড়া হয়েছিল। বিধায় বিষয়টি আমাকে চিন্তিত করে তুলেছিল। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *