আশাশুনিতে ধর্ষক জয়দেবের ফাঁসির দাবিতে মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে ২য় শ্রেণীর স্কুল পড়ুয়া শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ধর্ষক ঘাতক জয়দেব সরকারের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে আশাশুনি সচেতন নাগরিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করেন। মোল্যা রফিকুল ইসলামের সভাপতিত্বে মানব বন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, আশাশুনি ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, আশাশুনি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, সাবেক চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, রাজু আহম্মেদ পিয়াল প্রমুখ। মানব বন্ধনে উপজেলার বিভিন্ন স্কুলের শত শত ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহন করেন।
মানবন্ধনে বক্তারা এ সময় বাড়ির পাশে প্রাইভেট পড়তে যাওয়া ২য় শ্রেণীর স্কুল পড়ুয়া শিশুকে ধর্ষণ করে পুকুরে ফেলে হত্যার দায়ে ঘাতক জয়দেব সরকারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করার দাবী জানান।
উল্লেখ্য, এর অগে গত রবিবার রাতে আশাশুনি উপজেলার গাবতলা গ্রামের ২য় শ্রেণীর স্কুল পড়ুয়া ওই শিশু বাড়ির পাশে প্রাইভেট পড়তে যাওয়ার সময় তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষন করে পুকুরে ফেলে হত্যা করে ঘাতক জয়দেব সরকার। সে আশাশুনি উপজেলার গাবতলা গ্রামের নির্মল সরকারের ছেলে ও বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র।