আশাশুনিতে দুই পরীক্ষার্থী বহিস্কার
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনিতে এসএসসি পরীক্ষায় অসাদুপায় অবলম্বন করায় দুই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। সোমবার আশাশুনি সরকারি কলেজ কেন্দ্রে বুধহাটা সুন্দরবন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র ইমন হোসেন (রোল নং-১৯৪৪৫৩) ও বিশাখা রানী মন্ডল (রোল নং-১৯৪৪৭৪) রসায়ন পরীক্ষায় অসাদুপায় অবলম্বন করায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা তাদের দুই জনকে হাতে-নাতে ধরে ফেলে। এসময় তাদের লিখিত খাতা জব্দ করে উভয়কে বহিস্কার করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট।