আশাশুনিতে চুরি হওয়া মালামালসহ ২ চোর আটক
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি থানা পুলিশের অভিযানে চুরি হওয়া মালামালসহ দুই চোরকে আটক করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই বিজন কুমার সরকার সঙ্গীয় ফোর্স এবং স্থানীয় জনতার সহায়তায় সোমবার রাতে শোভনালী ইউনিয়নের বসুখালী গ্রামের মৃত ইয়াকুব্বার গাজীর ছেলে সালাম গাজী (৪৫) এর বাড়ীর উঠান হতে দুইটি চোরাই স্যালো মেশিনসহ চোর একই গ্রামের মৃত হাকিম গাজীর ছেলে সিরাজুল ইসলাম (২৮) এবং কালিগঞ্জ উপজেলার পূর্ব পাইকপাড়া গ্রামের মৃত শেখ কাওসার আলীর ছেলে শেখ আবুল কালাম (৫২) কে হাতেনাতে আটক করেন। অপর আসামীরা রাত্রের অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয়। এই বিষয়ে আশাশুনি থানায় একটি চুরি মামলা রুজু করে আসামীদেরকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।