আশাশুনিতে গাঁজা সহ একজন আটক
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ ১ জনকে আটক করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এএসআই শাহ জামাল ও এসআই শ্যামল মন্ডল সঙ্গীয় ফোর্সের সহায়তায় গত শুক্রবার রাতে উপজেলার মধ্যম চাপড়া গ্রামের মৃত নওশের গাজীর ছেলে সাদ্দাম হোসেন (২৩) কে ১০০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করেন। এই সংক্রান্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে আশাশুনি থানার মামলা রুজু করা হয়। মামলা নং-০৫(০৩)১৯। শনিবার সকালে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।