January 21, 2025
জাতীয়

আল্লামা শফী হাসপাতালে ভর্তি

দক্ষিণাঞ্চল ডেস্ক

ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকালে তাকে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়।

হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও হুজুরের বড় ছেলে মাওলানা আনাস মাদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ডায়রিয়ার সঙ্গে বমি হওয়ায় বাবাকে সকালে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে উনার অবস্থা বেশ ভালো। আগামীকাল সকালে উনাকে মাদ্রাসায় নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।’

আনাস মাদানী জানান, আল্লামা শাহ আহমদ শফীর বয়স এখন ১০৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *