আলোর দিশা স্বেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ
খানজাহান আলী থানা প্রতিনিধি
খুলনার আড়ংঘাটা থানাধীন ল্যাবরেটরি স্কুল মোড়ের আলোর দিশা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার বিকাল ৪টায় এলাকার হতদরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা সমবায় কর্মকর্তা ফারহানা আফরোজ, বিশিষ্ট ব্যাংকার ও তেলিগাতী শহিদ মিনারের প্রতিষ্ঠাতা শেখ জাহিদ ইকবাল, আড়ংঘাটা থানার সাব ইন্সেপেক্টর শরীফ সহিদুল আলম, দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ও আ’লীগ নেতা বেগ খালিদ হাসান বাবু, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সহ-সভাপতি সাংবাদিক মোঃ শফিউদ্দিন।
সংগঠনের সভাপতি শেখ মাহবুবুর রহমান মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, রিয়াজ শেখ, তপু রায়হান, শামিম রেজা, ইব্রাহিম ফকির, সোহাগ ফকির, মোঃ আরিফ হোসেন, মোঃ হাবিুবুর রহমান, বিএম নুর ইসলাম। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে প্রায় দুই শতাধীক শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।