আলোর ছোঁয়া বাংলাদেশের সেমিনার অনুষ্ঠিত
আলোর ছোঁয়া বাংলাদেশ ও আনন্দলোক চাইল্ড অর্গানাইজেশন এর যোৗথ উদ্যোগে ৩ থেকে ৬ বছরের শিশুদের শিক্ষাসহ পরিচর্যা ও প্রতিপালনের উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে শিশুদের শিক্ষা সহায়তা এবং শিশু ও নারী অধিকার রক্ষা নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোর ছোঁয়া বাংলাদেশ’র প্রধান উপদেষ্টা এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু। প্রধান বক্তা ছিলেন নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র এডিসি কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শাহ জিয়াউর রহমান স্বাধীন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম।
এসময় উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন, জনি মিয়া, আলোর ছোঁয়া বাংলাদেশের চেয়ারম্যান তালুকদার ইকরাম, সাধারণ সম্পাদক আবুল হাশেম, সহ-সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শাওন, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, আইটি সম্পাদক মোঃ রনি, এ্যাড. আরিফা খাতুন, মোঃ সহিল উদ্দিন, মাহফিজুর রহমান, আরেফীন জিদান ও অন্যান্য শিক্ষার্থী-অভিভাববৃন্দ।