আলীম জুট মিলের শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও ১ ঘন্টা সড়ক অবরোধ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আলীম জুট মিলের নাম অর্থছাড় তালিকা থেকে বাদ পড়ায় গতকাল বুধবার ২য় দিনে সকাল ১০টায় খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে। গতকাল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত তাদের অর্থছাড় দাবীতে আটরা শিল্পাঞ্চলের খুলনা যশোর মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে।
মিলের সিবিএ সভাপতি মোঃ সাইফুল ইসলাম লিটু বলেন, বিজিএমসি নিয়ন্ত্রিত ২৬টি জুটমিলের এ পর্যন্ত একই সাথে সকল প্রকার বিল পেয়ে এসেছে, কিন্তু দুঃখের বিষয় এই প্রথম আলিম জুট মিলের নামটি বাদ দেয়া হয়েছে। খুলনা সকল রাষ্ট্রায়ত্ত জুট মিলের নাম তালিকায় থাকলেও অজ্ঞাত কারণে আলীম জুট মিলের নাম না থাকায় মিলের সকল শ্রমিক কর্মচারী বিস্মিত হয়েছে। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রতিবাদে মিলের সর্বস্তরের কর্মচারীরা পুনরায় রাজপথে নামতে বাধ্য হয়।
তিনি আরো বলেন, মিলের ৯ সপ্তাহ মুজুরী এবং কর্মচারীদের অর্থছাড় দেয়া হয়েছে। শুধুমাত্র আলীম জুটমিলের নামটি ষড়যন্ত্র ভাবে বাদ দেয়া হয়েছে। পুনরায় মিলের প্রধান ফটকের সামনে সন্ধা ৬ টায় গেট সভা ও খুলনা যশোর মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। আলিম জুটমিল সিবিএ’র সভাপতি মোঃ সাইফুল ইসলাম লিটুর সভাপতিত্বে বক্তৃতা করেন আব্দুস সালাম, আনোয়ার হোসেন, শেখ জাকারিয়া, এসএম বাবুল রেজা, তাবিবুর রহমান প্রমুখ।