আলীম জুট মিলের টাকা জমা না হওয়ায় গেট সভা ও বিক্ষোভ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের মুজুরী কমিশনসহ ১১ দফা দবীতে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পর নতুন মজুরী কমিশনসহ বকেয়া পাওনা সুষ্ঠু সমাধান শেষে প্রত্যেকটা পাটকলের শ্রমিকদের নতুন মজুরী কমিশন যুক্ত করে ¯িøপ দেয়া হয়। আটরা শিল্পাঞ্চলের আলীম জুট মিলের শ্রমিকরাও যখারিতি ¯িøপ পেলেও বিজিএমসি কর্তৃপক্ষ আলিম জুট মিলে কোন টাকা দেয়নি। অথচ অন্য সকল রাষ্ট্রায়ত্ত পাটকলে টাকা দিয়েছে।
বিজিএমসি কর্তৃক আলিম জুট মিলে টাকা না দেয়ায় গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় মিলের প্রধান ফটকের সামনে গেট সভা ও খুলনা যশোর মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে। আলিম জুটমিল সিবিএ’র সভাপতি মোঃ সাইফুল ইসলাম লিটুর সভাপতিত্বে বক্তৃতা করেন আব্দুস সালাম, আনোয়ার হোসেন, শেখ জাতকারিয়া, এসএম বাবুল রেজা, তাবিবুর রহমান প্রমুখ।
গেট সভায় শ্রমিক নেতৃবৃন্দরা বলেন সকল রাষ্ট্রায়ত্ত জুট মিলের বকেয়া পাওনা মন্ত্রণালয় থেকে দেয়া হলেও বিজিএমসি’র ষড়যন্ত্রের কারণে আলিম জুট মিলের শ্রমিক কর্মচারীদের টাকা জমা হয়নি। নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করে বলেন আজ বুধবারের মধ্যে শ্রমিকদের বকেয়া পাওনা জমা না হয় তাহলে রাজপথ রেলপথ অবরোধ সহ কঠিন কর্মসূচী ঘোষণা করা হবে।
আলিম জুটমিলের সিবিএ’র সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদার বলেন, সকল রাষ্ট্রায়ত্ত পাটকলের টাকা জমা হলেও আলিম জুট মিলে টাকা জমা না হওয়ার ব্যপারে বিজেএমসির জিএম হিসাব বলেন আলিম জুটমিলের টাকা দেয়া হবে না। বিষয়টি গভীর ষড়যন্ত্রমুলক বলে তিনি দাবী করেন।