আ’লীগ নেতা হারুনের মৃত্যুবার্ষিকী আজ
খবর বিজ্ঞপ্তি
রূপসা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার হারুনুর রশিদ এর মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষ্যে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে সকাল সাড়ে ১০টায় মরহুমের কবর জিয়ারত, সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এসকল কর্মসূচীতে মহানগর, জেলা, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মহানগর ও জেলা পর্যায়ের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল নেতাকর্মী-কে কর্মসূচিতে অংশ গ্রহণের জন্য আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ১৪দলের সমন্বয়ক, সাবেক সাংসদ আলহাজ্ব মিজানুর রহমান মিজান, জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারি।