December 23, 2024
আঞ্চলিক

আ’লীগ নেতা শামসুর রহমান মানি’র ১২ মৃত্যুবার্ষিকী কাল

 

 

বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সহচর আলহাজ্ব শামসুর রহমান মানি’র ১২তম মৃত্যুবার্ষিকী ১১ এপ্রিল। এ উপলক্ষ্যে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১১ এপ্রিল বাদ আসর পরিবারের পক্ষ থেকে তারের পুকুর আলহেরা জামে মসজিদে দোয়া মাহফিল এবং বাদ মাগরিব দলের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এ সকল কর্মসূচিতে মহানগর, জেলা, থানা, উপজেলা, ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। এবং পরিবারের সদস্যবৃন্দ।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *