আ’লীগ নেতা বেলায়েত হোসেন বাচ্চুর স্মরণ সভা অনুষ্ঠিত
আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম বেলায়েত হোসেন বাচ্চুর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরন সভা ও দোয় মাহাফিল করেছে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ। গতকাল রবিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আয়োজিত স্মরন সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সভায় আরো আলোচনা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, জাতিয় কমিটির সদস্য এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার।
এসময় নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর আজীবন সহচর, বঙ্গবন্ধুর নির্দেশেই খুলনায় এসে আওয়ামী লীগকে সুসংগঠিত করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এই দলের জন্য নিবেদিত ছিলেন। আজকের এই সময়ে তার মত আদর্শবান নেতৃত্বের খুব প্রয়োজন ছিলো। খুলনা মহানগর আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মফিদুল ইসলাম টুটুলের পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, শ্যামল সিংহ রায়, কাউন্সিলর জেড এ মাহামুদ ডন, এ্যাড. খন্দকার মুজিবুর রহমান, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, অসিত বরন বিশ্বাস, কাউন্সিলর লুৎফুন নেসা লুৎফা, কাউন্সিলর কনিকা সাহা, মনিরুজ্জামান সাগর, শফিকুর রহমান পলাশ, মরহুম বেলায়েত হোসেন বাচ্চুর মেয়ে নুরানী আক্তার বিউটি, মীর বরকত আলী, ফেরদৌস হোসেন লাবু, মোঃ নুর ইসলাম, ফায়েজুল ইসলাম টিটো, ইউসুফ আলী খান, এস এম হোসেনুজ্জামান হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা শেষে তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।