December 21, 2024
আঞ্চলিক

আ’লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মন্নুজান সুফিয়ান

 

২নং ওয়ার্ড আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত

 

ফুলবাড়ীগেট প্রতিনিধি

বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বাস্তবায়ন করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং স্বাধীনতা বিরোধি শক্তি যেন কোনভাবেই মাথা চড়া দিয়ে না উঠতে পারে সেজন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। তিনি গতকাল সোমবার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

বিকাল ৩টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শাকিল আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এফ এম জাহিদ হাসান জাকিরের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম ডি বাবুল রানা, কেসিসি’র  ভারপ্রাপ্ত মেয়র আমিনুল ইসলাম মুন্না, আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকাত আলী, শেখ ইউনুস আলী, মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী,  মুন্সি মাহবুব আলম সোহাগ, মোঃ অরুক মুন্সি, শেখ সৈয়দ আলী, মোঃ শহিদুল ইসলাম বন্দ, মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ।

প্রধান বক্তা ছিলেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান। বক্তৃতা করেন শ্রমিকলীগ উত্তরের সভাপতি আলহাজ্ব শেখ আনসার আলী, মোঃ সোলায়মান মুন্সি, মাষ্টার মনিরুল  ইসলাম, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়াম্যান সাজ্জাদুর রহমান লিংকন, মুন্সি মনিরুজ্জামান মুকুল, মোঃ সাইফুল ইসলাম লিটু, ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, মোড়ল আনিসুর রহমান, মুক্তিযোদ্ধা শেখ মোঃ আজাদ, মুক্তিযোদ্ধা মিনা আলাউদ্দীন, সৈয়দ কিসমত আলী, আব্দুর রউপ খান খোকন, শাহজাহান হাওলাদার, জাকারিয়া রিপন, মিজানুর রহমান রুপম।

রাত ৯টায় সম্মেলনের ২য় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য নাম আহŸান করা হলে  সভাপতি পদে  আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন আহম্মদ ও মোঃ শাকিল আহম্মদ। সাধারণ সম্পাদক পদে এফ এম জাহিদ হাসান জাকির, আব্দুল জলিল হাওলাদার, মোঃ মনিরুজ্জামান মুকুল ও মাসুদ পারভেজ সোহেল প্রার্থী হলে গোপন ভোটের মাধ্যমে ভোট গ্রহণ করার সিদ্ধান্ত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গ্রহণ চলছিল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *