December 21, 2024
আঞ্চলিকলেটেস্ট

আ’লীগে ভাড়া করা লোকের দরকার নেই : শেখ হেলাল

দ: প্রতিবেদক

আওয়ামী লীগের ভাড়া করা লোকের দরকার নেই বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সম্মানিত অতিথির বক্তৃতাকালে তিনি মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, বিএনপি অপারেশন ক্লীন হার্ট দিয়ে অনেক নেতাকর্মীকে হত্যা করেছে। কিন্তু আজকের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে আওয়ামী লীগের জনপ্রিয়তা। এজন্য আমাদের কোন ভাড়া করা লোকের দরকার নেই। কোন সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও বিএনপি-জামায়াতের লোকদের দলে ঢুকানোর প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, অনুপ্রবেশকারীদের দলে প্রশ্রয় দেওয়া যাবে না। তারা দলের মধ্যে অশান্তি সৃষ্টি করে, বিভেদ সৃষ্টি করে। কারও ব্যক্তিগত স্বার্থে বিতর্কিতদের টেনে আনবেন না।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *