December 29, 2024
আঞ্চলিক

আ’লীগের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : এমপি বাবু

 

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, কাজের মাধ্যমে প্রতিদ্ব›দ্বীতা করুন। দলের সভাপতি ও সাধারণ সম্পাদক করার ক্ষেত্রে হিসাব নিকাশ করতে হবে উলে­খ করে তিনি বলেন, যারা এ ধরণের গুরুত্বপূর্ণ পদে আসবেন তাদেরকে সৎ ও আদর্শিকভাবে আওয়ামী লীগ হতে হবে। দীর্ঘদিন কমিটি না থাকায় সাংগঠনিকভাবে দলের বিভিন্ন পর্যায়ে জট বেঁধে আছে যা নতুন ও পুরাতনদের সমন্বয়ে সু-সংগঠিত ও শক্তিশালী করা হবে এ জন্য তিনি দলের প্রবীণ ও তরুণ নেতাকর্মীদের একে অপরের প্রতি শ্রদ্ধা, সম্মান ও সহনশীলতার পরিচয় দেওয়ার জন্য আহŸান জানান।

তিনি বুধবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও সদস্য সচিব মোঃ রশীদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, আব্দুর রাজ্জাক মলঙ্গী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, গাজী আব্দুল মান্নান, নাহার আক্তার, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, রুহুল আমিন বিশ্বাস, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, কওছার আলী জোয়াদ্দার, সাবেক চেয়ারম্যান মুনছুর আলী গাজী, গোলাম মোস্তফা, কাজল কান্তি বিশ্বাস, আওয়ামী লীগনেতা যুগোল কিশোর দে, আনন্দ মোহন বিশ্বাস, নির্মল মন্ডল, জিএম ইকরামুল ইসলাম, ইকবাল হোসেন খোকন, প্রভাষক ময়নুল ইসলাম, আবুল বাশার বাবুল সরদার, বিজন বিহারী সরকার, বিভূতি ভূষণ সানা, গোলক বিহারী মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, গাজী নজরুল ইসলাম প্রমুখ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *