আলিমগেটে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় মামলা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন আটরা শিল্পাঞ্চলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী (১২) কে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্কুলছাত্রীর মাতা বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেছে। মামলার ২ দিন অতিবাহিত হলেও পুলিশ এপর্যন্ত আসামিকে আটক করতে পারেনি।
এজাহার সুত্রে জানাযায়, মশিয়ালী ১নং ওয়ার্ডের ফকির পাড়া এলার মৃত শামসু শেখের পুত্র ও আলিমগেট এলাকার মুদি দোকানী সাইদুল ইসলাম (৪৫) গত ২২ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় স্কুল ছাত্রীকে মুখ চেপে ধরে একটি হোটেলের ভিতরে খাটের উপর নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
এদিকে সাইদুলের স্ত্রী হিরা বেগম জানান, স্কুলছাত্রীর মাতা ৬০ হাজার টাকা ধার নেয়, উক্ত টাকা দীর্ঘদিন ধরে না দিয়ে ঘুরাতে থাকে। সম্প্রতি উক্ত পাওনা টাকা আদায় করার জন্য চাপ দেয়ায় মেয়েকে দিয়ে নাটক সাজিয়ে হয়রানি করছে।
খানজাহান আলী থানা অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ১০ ধারায় মামলা হয়েছে। মামলা নং- ১০, তাং ২৩/১১/১৯ এবং আসামী আটকের ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে।