আলিমগেটে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন আটরা শিল্পাঞ্চলের আলিম ইষ্টার্ণ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে (১২) কে ধর্ষণের চেষ্টার অভিযোগ। স্কুলছাত্রীর মাতা ফাতেমা বেগম জানান, মশিয়ালী ১নং ওয়ার্ডের ফকির পাড়া এলার মৃত শামসু শেখের পুত্র ও আলিমগেট এলাকার মুদি দোকানি সাইদুল ইসলাম (৪৫) গত ২২ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় আলিমগেট এলাকায় নানার হোটেলে বসে ছিল ভিকটিম স্কুল ছাত্রী। এসময় হোটেলে অন্য কেহ না থাকার সুযোগে মুদিদোকানি সাইদুল স্কুল ছাত্রীকে তার নানার হোটেলের ভিতরে খাটের উপর নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় তার আত্মচিৎকারে সাইদুল হোটেল থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার সময় স্কুলছাত্রীকে এ ঘটনা কাউকে বলতে নিষেধ করে। স্কুল ছাত্রীর নানা রাজ্জাক সরদার ও নানী হালিমা হোটেলের বাজার করে হোটেলে এসে দেখতে পায় তার নাতনী ( ১২) হাউমাউ করে কাঁদছে।
এসময় নানী হালিমা বেগম কান্নার কারণ জিজ্ঞাসা করলে স্কুল ছাত্রী নানীর কাছে ঘটনা খুলে বলে, ঐদিন বিকালে স্কুলছাত্রীকে নিয়ে তার পরিবার খানজাহান আলী থানায় মৌখিকভাবে জানালে সন্ধায় খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনার পর থেকে সাহিদুলের আলিম জুট মিলস এলাকার মুদি দোকান বন্ধ করে সে পলাতক রয়েছে।
সাহিদুল জানান, স্কুলছাত্রীর মাতা ফাতেমা বেগমের নিকট পাওনা ৬০ হাজার টাকা না দেয়ার উদ্দেশ্যে নাটক সাজিয়ে হয়রানির চেষ্টা করছে।
এ ঘটনায় খানজাহান আলী থানা অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, স্কুলছাত্রীর পরিবার থানায় অভিযোগ দিয়েছে ঘটনার সত্যতা যাচাই পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।