আলামত আত্মসাতের অভিযোগে রূপগঞ্জের ওসি প্রত্যাহার
দক্ষিণাঞ্চল ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ওসি আবদুল হককে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশে ওসি আবদুল হককে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (মিডিয়া) সাজ্জাদ রোমন জানান, রূপগঞ্জ থানার ওসি আব্দুল হক আড়াইহাজার থানা দায়িত্ব পালনকালে আলামত তছরুপ করায় প্রশাসনিক কারণে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার পরিবর্তে স্থলাভিষিক্ত রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুল দায়িত্ব পালন করবেন।