আলজেরিয়ায় কনসার্টে পদদলিত হয়ে ‘নিহত অন্তত ৫’
দক্ষিণাঞ্চল ডেস্ক
আলজেরিয়ায় একটি র্যাপ কনসার্টে পদদলিত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সুলকিং নামে পরিচিত শিল্পী আবদেররউফ দেরাদজির গান শুনতে বৃহস্পতিবার রাতে রাজধানী আলজিয়ার্সের একটি স্টেডিয়ামে হাজার হাজার মানুষ ভিড় করলে প্রবেশপথের একটিতে এ পদদলনের ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি। স্বাস্থ্যকর্মীরা আহত ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে দুই নারীও আছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম টিএসএ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মাঠের বাইরে স্ট্রেচারে করে পদদলনে আহত একজনকে স্বাস্থ্যকর্মীদের নিয়ে যেতে দেখা যাচ্ছে।
পদদলনের ঘটনার পরও কনসার্ট অব্যাহত ছিল; আলজেরিয়ার একটি টেলিভিশন চ্যানেলে ওই কনসার্টটি সরাসরি দেখানোও হয়েছে। এ ঘটনা নিয়ে তাৎক্ষণিকভাবে সুলকিংয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি।