আর আর জেড বাইক রাইডার্সের সচেতনতামূলক র্যালী
খবর বিজ্ঞপ্তি
“ট্রাফিক আইন মেনে চলুন দুর্ঘটনা মুক্ত শহর গড়ুন” এই শ্লোগান কে সামনে রেখে সচেতনতা মূলক র্যালী করেছে খুলনার বাইক রাইডার্স গ্রæপ আর আর জেড বাইক রাইডার্স। গতকাল শুক্রবার বয়রা কলেজ মোড় থেকে শুরু হয়ে র্যালীটি রূপসা ব্রিজ প্রদক্ষিণ করে বয়রা বাজার এসে শেষ হয়। এতে খুলনার বিভিন্ন স্থান থেকে আগত প্রায় অর্ধশত মোটরসাইকেল অংশগ্রহণ করে।
বাইক এখন শুধুমাত্র জরুরী বাহকই না, তারুণ্যের প্রতিক হয়ে ধারিয়েছে। আধুনিক তরুণদের বাইক ছাড়া চলেই না। দেশের বাইক রাইডার্স গ্রæপ গুলো যখন নানান রকম কসরত আর মরণ খেলায় মত্ত ঠিক সে সময় আর আর জেড বাইক রাইডার্স স্রোতের বিপরিতে হেলমেট সহ সাবধানে এবং ট্রাফিক আইন মেনে মোটরসাইকেল চালাতে উৎসাহী ও জনমত সৃষ্টি করছে।
উক্ত র্যালীটি কেক কেটে উদ্বোধন করেন বিশিষ্ঠ জ্বালানী তেল পরিবেশক মোঃ হাবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন এস এম সাদিকুল ইসলাম, দিশা, সাকিল, সজল, রুবেল, বাপ্পি, হাসানসহ আরো অনেকে।