আর্জেন্টিনার লো সেলসো স্থায়ী চুক্তিতে টটেনহ্যামে
রিয়াল বেতিস থেকে ধারে দলে টানা জিওভানি লো সেলসোর সঙ্গে স্থায়ী চুক্তি করেছে টটেনহ্যাম হটস্পার। ২০২৫ সাল পর্যন্ত ইংলিশ ক্লাবটিতে থাকবেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার।
মঙ্গলবার এক বিবৃতিতে চুক্তির বিষয়টি নিশ্চিত করে টটেনহ্যাম। ২৩ বছর বয়সী সেলসোকে পাকাপাকিভাবে কিনতে তাদের দুই কোটি ৭২ লাখ পাউন্ড খরচ হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
একই দিনে টটেনহ্যাম ছেড়ে ইন্টার মিলানে যোগ দিয়েছেন ডেনমার্কের মিডফিল্ডার ক্রিস্তিয়ান এরিকসেন।
চলতি মৌসুমে টটেনহ্যামের হয়ে ২০ ম্যাচে মাঠে নেমেছেন লো সেলসো। গোল করেছেন দুটি। দেশের হয়ে ১৯ ম্যাচ খেলার অভিজ্ঞতাও আছে তার।