আর্চারিতে স্বর্ণজয়ী রোমান সানাকে জেলা পরিষদের সংবর্ধনা
দ: প্রতিবেদক
ফিলিপাইনে অনুষ্ঠিত এশিয়ার আর্চারি গেমস-২০১৯ ও নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমস-২০১৯ এ স্বর্ণপদক অর্জনকারী তীরন্দাজ রোমান সানা-কে গতকাল বুধবার খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ এর পক্ষ থেকে ক্রেষ্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন মিন্টু, জেলা আওয়ামী লীগ নেতা মোঃ কামরুজ্জামান জামাল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, জেলা পরিষদের সদস্য শোভা রানী হালদার, কবির হোসেন খাঁন, মোল্লা আকরাম হোসেন, প্রশাসনিক কর্মকর্তা এস. এম. মাহাবুবুর রহমান, ছাত্রনেতা জামিল খানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।