আরিজোনায় সন্দেহভাজন আল কায়েদা নেতা গ্রেপ্তার
ইরাকে দুই পুলিশ কর্মকর্তা খুনে সন্দেহভাজন এক আল কায়েদা নেতাকে যুক্তরাষ্ট্রের আরিজোনার ফিনিক্স থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পুলিশ
৪২ বছর বয়সী আলি ইউসুফ আহমেদ আল-নুরীর বিরুদ্ধে ২০০৬ সালে ইরাকে দুই পুলিশ কর্মকর্তাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ রয়েছে।
ইরাকের এক বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর বাগদাদ আল-নুরীকে বহিঃসমর্পণে অনুরোধ জানায় বলে আরিজোনার অ্যাটর্নি কার্যালয়ের এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বৃহস্পতিবার গ্রেপ্তারের পর শুক্রবার এ ইরাকি নাগরিককে ফিনিক্সের আদালতে হাজির করা হয়।
ইরাক সরকারের তথ্য মতে, আল-নুরী মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল কায়েদার ফালুজা শহরের নেতা ছিলেন।
নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রের আদালতে তার বহিঃসমর্পণ অনুমোদিত হলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আল-নুরীকে ইরাকের কাছে হস্তান্তর করা হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
ইরাকের এ নাগরিক কখন যুক্তরাষ্ট্রে এসেছিলেন, এবং কতদিন ধরে ফিনিক্সে বসবাস করছেন আরিজোনা অ্যাটর্নি কার্যালয়ের বিবৃতিতে তা বলা হয়নি।
অভিযোগ ও বহিঃসমর্পণ বিষয়ে তাৎক্ষণিকভাবে আল-নুরীর মন্তব্য পাওয়া যায়নি। তিনি কোনো আইনজীবী ঠিক করেছেন কিনা, তাও জানা যায়নি।