আরব সাগর থেকে ৪০ লাখ ডলারের হেরোইন জব্দ
আরব সাগর থেকে তিনশ ৮৫ কিলোগ্রাম (৮৪৯ পাউন্ড) হেরোইন জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। জানা গেছে, হেরোইনের আনুমানিক মূল্য ৪০ লাখ ডলার। এই অঞ্চল থেকে এই প্রথম একই সঙ্গে এতো বিপুল পরিমাণ মাদক জব্দ করা হলো বলে জানিয়েছেন নৌ কর্মকর্তারা। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইউএসএস টেম্পেস্ট ও ইউএসএস টাইফুন নামের জাহাজ মধ্যপ্রাচ্যের জলসীমায় চলমান একটি মাছ ধরার নৌকা থেকে মাদকগুলো জব্দ করে। আন্তর্জাতিক টাস্ক ফোর্স এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে চলতি সপ্তাহের সোমবার এগুলো জব্দ করা হয়।
এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের টাস্কফোর্স টহল জোরদার করেছে। এ বছর তারা প্রায় ২০ কোটি ডলারের মাদক জব্দ করে। গত চার বছরেও এতো মাদক উদ্ধার হয়নি এই এলাকা থেকে।
গত বছরের জাতিসংঘের গ্লোবাল সিন্থেটিক ড্রাগস অ্যাসেসমেন্টের তথ্যানুযায়ী, বলকান, দক্ষিণ ককেশাস পর্বতমালাসহ সৌদি আরবের জীর্ণ স্থলপথে ইরান ও আফগানিস্তান হয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপে হেরোইন পাচার হয়।
গত মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্য থেকে পুলিশ ২৫০ টন অবৈধ গাঁজা জব্দ করে। হোয়াইট সিটির কয়েকটি ইন্ডাস্ট্রিয়াল গুদামে অভিযান চালিয়ে পুলিশ এগুলো জব্দ করা হয়।
পুলিশের ড্রাগ এনফোর্সমেন্টের দলের দুইদিনব্যাপী অভিযানে আগ্নেয়াস্ত্রসহ প্রায় পাঁচ লাখ পাউন্ড গাঁজা উদ্ধার করে। ওরেগন রাজ্যের পুলিশ জানিয়েছিল, জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৫০ কোটি ডলার।