আরও ৬ জেলায় হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার
দক্ষিণাঞ্চল ডেস্ক
বাংলাদেশের আরও ছয়টি জেলায় ভিসা সেন্টার করতে যাচ্ছে ভারত। এগুলো হলে বাংলাদেশে তাদের ভিসা সেন্টারের সংখ্যা ১৫ এ দাঁড়াবে। নতুন ভিসা সেন্টার হচ্ছে ঠাকুরগাঁও, বগুড়া, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীতে। এর মধ্যে ঠাকুরগাঁও ও বগুড়ারটি আগামী ৬ জানুয়ারি চালু হচ্ছে বলে ভারতীয় হাই কমিশন জানিয়েছে। বাকি চারটি চালু হবে আগামী ১২ জানুয়ারি।
হাই কমিশন বলেছে, ভারতের ভিসার ক্রমর্ধমান চাহিদা মেটাতে নতুন এই ভিসা সেন্টারগুলো চালু করা হচ্ছে। প্রতি বছর ১০ লাখের মতো বাংলাদেশি নানা প্রয়োজনে ভারত ভ্রমণ করে। ভারত তাদের জন্য বিশ্বের সর্ববৃহৎ ভিসা সেন্টার চালু করেছে বাংলাদেশের ঢাকায়। এছাড়া চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় তাদের আরও আটটি ভিসা সেন্টার রয়েছে।