আরও এক টিভি সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত
নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে কর্মরত আরেক টিভি সাংবাদিক এই রোগে আক্রান্ত হয়েছেন।
এনিয়ে এ পর্যন্ত পাঁচজন সাংবাদিক আক্রান্ত হলেন, যার চারজনই টেলিভিশনে কর্মরত।
সর্বশেষ আক্রান্ত সাংবাদিক এটিএন নিউজে কর্মরত। এই টেলিভিশনের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা রোববার তার ফেইসবুক পাতায় এই খবরটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন।
এরপর ওই রিপোর্টারের সংস্পর্শে আসা এটিএন নিউজের রিপোর্টিং, ক্যামেরাম্যান, প্রডিউসার, ডেস্ক মিলিয়ে ২০ জন কর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
মুন্নী সাহা জানান, এটিএন নিউজের ওই রিপোর্টার দেশের বাইরে এক মাসের একটি প্রশিক্ষণ শেষে গত ২১ মার্চ ঢাকায় ফেরেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি তার ঢাকার বাসায় কোয়ারেন্টিনে ছিলেন।
“১৫ দিনের যথাযথ কোয়ারেন্টিন শেষে তিনি ৫ এপ্রিল স্বেচ্ছায় অফিসে যোগ দেন। কিন্তু চার দিন অফিস করার পরই তিনি জ্বরে আক্রান্ত হন। পরে কাশি ও গায়ে ব্যথা শুরু হলে আইইডিসিআরে যোগাযোগের পর ১০ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়।”
১১ এপ্রিল রাতে আইইডিসিআর ওই রিপোর্টারের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়ার কথা জানায়।
আক্রান্ত হলেও ওই রিপোর্টার মানসিকভাবে চাঙা আছেন বলে জানান মুন্নী সাহা।
“প্রথম থেকেই তার শ্বাসকষ্ট ছিল না। জ্বর, গায়ে ব্যথাও কমে আসছে। তিনি শুরু থেকেই চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন এবং তিনি বাসায় আইসোলেশনে আছেন। ”
এটিএন নিউজ কর্তৃপক্ষ তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলেন মুন্নী সাহা।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী ধরা পড়ার প্রায় এক মাস পর গত ৩ এপ্রিল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এক প্রতিবেদকের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। সেটাই দেশে কোনো সাংবাদিকের আক্রান্ত হওয়ার প্রথম ঘটনা।
এরপর ৯ এপ্রিল যমুনা টেলিভিশনের এক জ্যেষ্ঠ প্রতিবেদকের সংক্রমণ ধরা পড়ে। শনিবার দীপ্ত টিভির একজন সাংবাদিকও আক্রান্তের খবর আসে।
এছাড়া বাংলাদেশের খবর নামের একটি দৈনিকের একজন সাংবাদিকও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।