আযম খান সরকারি কমার্স কলেজে বঙ্গবন্ধু ও সাহিত্য কর্নারের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
মহান বিজয় দিবস উপলক্ষে মুজিববর্ষ স্মরণে নগরীর আযম খান সরকারি কর্মাস কলেজে বঙ্গবন্ধু ও সাহিত্য কর্নারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এর উদ্বোধন করেন।
উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, বহুত্যাগ, রক্ত ও সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে যে কোন মূল্যে সমুন্নত রাখতে হবে। জাতির পিতাকে হত্যা করার পর গত ২১ বছর বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভুলভাবে জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর আবদান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতির পিতা মুক্তিযুদ্ধের সময়ে ঘুমন্ত জাতিকে জাগ্রত করেছিলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সবাই এখন জানতে পারছে।
আযম খান সরকারি কর্মাস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সেলিনা বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, শিক্ষক পরিষদের সম্পাদক কল্লোল কুমার রক্ষিত, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজ সেবক সুজন আহমেদ, সহকারী অধ্যাপক এসএম কবির আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক তারক চাঁদ ঢালী।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ