আম্বানিকে পেছনে ফেলে এশিয়ার শীর্ষ ধনী চীনের ঝং শানশান
ভারতের মুকেশ আম্বানিকে পেছনে ফেলে এমিয়ার শীর্ষ ধনীর জায়গা দখল করেছেন চীনের ঝং শানশান।
ভ্যাকসিন ম্যাগনেট এবং চীনের বৃহত্তম বোতলজাত পানির কোম্পানি নংফু স্প্রিংয়ের প্রতিষ্ঠাতা ঝং শানশান।
আর মুকেশ আম্বানি হলেন ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর।
ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স অনুসারে, ঝংয়ের মোট সম্পদ এ বছর ৭০.৯ বিলিয়ন ডলার থেকে বেড়ে হয়েছে ৭৭.৮ বিলিয়ন ডলার।
৬৬ বছর বয়সী ঝং শানশান বিশ্বের এগারো নম্বর ধনী। ব্যবসা শুরুর আগে তিনি নির্মাণকর্মী, ওষুধ প্রস্তুতকারক এবং পানীয় সংস্থার এজেন্ট হিসেবে কাজ করেন। এক সময় তিনি সাংবাদিকতাকেও পেশা হিসেবে নেওয়া চেষ্টা করেন।
এ বছরের এপ্রিলে ঝং-নিয়ন্ত্রিত বেইজিং ওয়ান্টাই বায়োলজিক্যাল ফার্মেসি সাংহাই স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত হয়। হঠাৎ জনপ্রিয় হয়ে ওঠে তার কোম্পানির শেয়ার। ১৫৫ শতাংশ পর্যন্ত বেড়েছে তার শেয়ার।
অন্যদিকে তার বেইজিং ওয়ানতাই বায়োলজিক্যালের শেয়ারের দাম বেড়েছে ২০০০ শতাংশের বেশি।
তার পানি ছাড়াও চা, রস এবং স্বাদযুক্ত ভিটামিন পানীযয়ের ব্যবসা আছে। সূত্র : ব্লুমবার্গ।