January 21, 2025
জাতীয়

আম্পান তাণ্ডবে দেশে মৃত্যু বেড়ে ১৭

ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে সারাদেশে মৃত্যু বেড়ে ১৭ জন হয়েছে। এরমধ্যে যশোরে দুইজন, রাজশাহীতে একজন, ভোলায় একজন, পটুয়াখালীতে দুইজন, পিরোজপুরে তিনজন, ঝিনাইদহে একজন, চট্টগ্রামে একজন এবং সাতক্ষীরায় একজন রয়েছেন। বাকিরা কোন এলাকার এখনও জানা যায়নি।

বৃহস্পতিবার (২১ মে) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার এ তথ্য জানান।

বুধবার (২০ মে) বিকেল থেকে আম্পানের তাণ্ডবে এসব মৃত্যুর ঘটনা ঘটে। অবশ্য বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন জায়গা থেকে পাওয়া খবর অনুযায়ী, এ ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। অর্থাৎ এর পরবর্তী সময়ে আরও পাঁজনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *