আম্পানে ক্ষতিগ্রস্তদের স্যানিটেশনের ব্যবস্থা করলো সোনালী দিন প্রতিবন্ধী সংস্থা
খবর বিজ্ঞপ্তি
খুলনার পাইকগাছা উপজেলার ৪নং দেলুটি ইউনিয়নের ২০নং পোল্ডারের গেওয়াবুনিয়াতে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারের মাঝে গতকাল স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থা করে দিয়েছে সোনালী দিন প্রতিবন্ধী সংস্থা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইসরাত আরা হীরা, সহ-সভাপতি মোঃ সাবির খান, নুরুন্নাহার হীরা, পাইকগাছা উপজেলা যুবলীগের আহবায়ক অঞ্জন মন্ডল, সাবেক ইউপি সদস্য দিবাকর মন্ডল, বনানী সুলতানা ঝুমু, নাজনীন জাহান সৌমি, শাহিদা জেসমিন, সাবিনা ইয়াসমিন, মোঃ রাকিবুজ্জামান মানিক, নিঝুম হাসান শ্রুতি, তানিয়া জামান, তাহেরা খাতুন, শারমীন সুলতানা, তামান্না ইয়াসমীন মুন্নী, আরিফুল ইসলাম অপি, নাজবির অমি।
এ সময় স্থানীয়ের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাস মন্ডল, পুষ্পে সরদার, চিত্ত মন্ডল, শংকর মন্ডল, অজিত মন্ডল, বাসুদেব মন্ডল, সঞ্জয় মন্ডল, বিনয় মন্ডল, কৃংকর মন্ডল, সুকৃতি সরদার প্রমুখ।
সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক ইসরাত আরা হীরা বলেন, আমরা উপলব্ধি করি এই নদী ভাঙ্গন এলাকার মানুষ মানবেতর জীবনযাপন করছে। খাদ্য, বাসস্থানসহ নানাবিধ মত সমস্যায় তার জর্জরিত। খুলনাবাসীসহ দেশবাসীর প্রতি আমাদের আবেদন এই অসহায় মানুষের পাশে আপনারা আপনাদের সাধ্য ও সুযোগ মত দাঁড়াবেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ