January 21, 2025
আন্তর্জাতিক

আমেরিকায় ২৪ ঘণ্টায় আরও ১৫০৯ মৃত্যু, মোট ২৩৫২৯

করোনা ভাইরাস সংক্রমণ ও মৃত্যুহারের চূড়ার দিকেই অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় এ ভাইরাসে নতুন করে আরও ১ হজার ৫০৯ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন মৃত্যু হয় ১ হাজার ৫১৪ জনের।

স্থানীয় সময় সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মার্কিন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জনস জপকিন্স এ তথ্য জানায়।

জনস হপকিন্স জানায়, সর্বশেষ মৃত্যুর মধ্য দিয়ে সরকারি হিসেবে আমেরিকায় এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ৫২৯ জনে।

এর মধ্যে কেবল মাত্র নিউ ইয়র্ক অঙ্গরাজ্যেই ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে ধীরে ধীরে করোনার গ্রাস থেকে নিউ ইয়র্ক বেরিয়ে আসছে বলে দাবি গভর্নরের।

এদিকে এ পরিস্থিতিতিতেও অর্থনীতির চাকা সচল রাখোটে দ্রুত দেশটিতে চলমান লকডাউন তুলে নেওয়ার পক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অনেকেই। তবে বেশিরভাগ মানুষই এর বিরুদ্ধে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও তড়িঘড়ি করে লকডাউন তুলে না নেওয়ার ব্যাপারে সব দেশকে পরামর্শ দিয়েছে। তেমনটি করলে করোনার আরও ভয়াবহ পুনরুত্থান ঘটতে পারে বলে গভীর আশঙ্কা জানিয়েছে সংস্থাটি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *