January 19, 2025
জাতীয়লেটেস্ট

আমি এ ধরনের চিন্তা-ভাবনার মানুষই না : ফখরুল

বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ভাস্কর্যবিরোধী প্রচারণা নিয়ে নিজের ও দলের শীর্ষ নেতৃত্বের জড়িত থাকার কথা অস্বীকার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমি এ ধরনের চিন্তা-ভাবনার মানুষই না।’

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও ভাস্কর্যবিরোধী প্রচারণায় উসকানি দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে একটি মামলার আবেদন হয়েছে ঢাকার আদালতে।

জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বুধবার (৯ ডিসেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দণ্ডবিধির ৫০০/৫০৬/৪২৭/১০৯ ধারায় আবেদনটি করেন। সেখানে আদালতে মানহানি ও হুমকির অভিযোগ আনা হয়েছে।

মামলার প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব বলেন, ‘কী বলবো আর, যে ভদ্রলোক মামলা করেছেন; তিনি তো আসলে আওয়ামী ঘরানার একজন আইনজীবী। তার সংগঠনের নাম জননেত্রী পরিষদ। এ ধরনের মামলা তিনি এর আগে আমাদের বিরুদ্ধে অনেক করেছেন। আমার বিরুদ্ধেও করেছেন, অনেকগুলো আছে।’

ফখরুল বলেন, ‘এ রকম মিথ্যা বানোয়াট অভিযোগের ভিত্তিতে করা মামলা আদালতে যায় কি-না জানি না। এ ধরনের মামলা প্রমাণ করে আসলে আওয়ামী লীগ বিরোধী দলকে সব দিক দিয়ে হয়রানি করতে চায়। মামলা মোকদ্দমা করেই তারা রাজনীতি করতে চায়। ওদের যে রাজনীতির দেউলিয়া, এখান থেকেই বোঝা যায়।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ‘এ ধরনের ভিত্তিহীন বানোয়াট মামলা করে তারা বিএনপির শীর্ষ নেতাদের হয়রানি করার প্রচেষ্টা চালাচ্ছে। যিনি এক ধরনের বন্দি অবস্থায় কারাগারে আছেন সাজাপ্রাপ্ত হয়ে, আর যিনি বিদেশে আছেন নির্বাসিত হয়ে, আর আমি তো এ ধরনের চিন্তা-ভাবনার মানুষই না।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *