December 22, 2024
আঞ্চলিকশিক্ষা

আমির খসরু শিশু বিদ্যা নিকেতনের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খবর বিজ্ঞপ্তি

বীর মুক্তিযোদ্ধা আমির খসরু শিশু বিদ্যা নিকেতনের ১৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকেল ৪টায় ২১/১ শের-এ-বাংলা রোড, বাইলেন নিরালা মোড়স্থ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাজেদা ইসলামের সভাপতিত্বে এবং স্কুলের শিক্ষিকা হাফিজা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আজকের তথ্যের সম্পাদক এস এম নজরুল ইসলাম।

প্রধান আলোচক ছিলেন দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক ও খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আহমদ আলী খান। সম্মানিত অতিথি ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, শিরিনা পারভীন, শিক্ষক রিফাত জেবিন শান্তা, সাবিহা খানম ঈশা, প্রণব সরকার, মোছাঃ শিখা পারভীন, উম্মে হাবিবা উর্মি, ঝুমা রায়, আফরোজা খাতুন, মাসুরা খাতুন ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক নাদিম উল আলম এর অকাল মৃত্যু ট্রাজেডির উপর একক অভিনয়ে নাটক উপস্থাপন করেন তাঁর পিতা অভিনেতা মোল্লা আতিয়ার রহমান। এর পূর্বে সকাল সাড়ে ৮টায় একই স্থানে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক দেশ সংযোগের সম্পাদক মুন্সি মাহ্বুব আলম সোহাগ। বিশেষ অতিথি ছিলেন ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগ ও পশ্চিম বানিয়াখামার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শেখ আব্দুল আজিজ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন স্কুলের শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির খসরুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *