আমাজনে অগ্নিকাণ্ড: বন রক্ষায় ৭ দেশের চুক্তি
বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বনাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যেই দক্ষিণ আমেরিকার ৭টি দেশ আমাজন নদীর অববাহিকা সুরক্ষায় ব্যবস্থা নিতে সম্মত হয়েছে।
দুর্যোগ মোকাবেলায় নেটওয়ার্কিং ও উপগ্রহ পর্যবেক্ষণের এ চুক্তিতে বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, একুয়েডর, গায়ানা, পেরু ও সুরিনাম স্বাক্ষর করেছে বলে জানিয়েছে বিবিসি।
কলম্বিয়ার ল্যাটিসিয়ায় অনুষ্ঠিত এক সম্মেলনে দেশগুলো পুনঃবনায়নে কাজ করতেও একমত হয়েছে।
চলতি বছর আমাজনে ৮০ হাজারের বেশি অগ্নিকাণ্ডের ঘটনার পর বন সংলগ্ন দক্ষিণ আমেরিকার দেশগুলো এ সম্মেলনে বসে।
“এ বৈঠক বিশ্বের গুরুত্বপূর্ণ সম্পদ আমাজন নিয়ে প্রেসিডেন্টদের মধ্যে সমন্বয় সাধনের ব্যবস্থা করবে,” বলেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে।
অন্যদিকে পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকাকা বলেছেন, “কেবল শুভ ইচ্ছাই এখন আর যথেষ্ট নয়।”
সম্মেলনে ৭ দেশ শিক্ষাক্ষেত্রে অগ্রগতি এবং আদিবাসী সম্প্রদায়ের ভূমিকা বৃদ্ধিতে জোর দেয়ার বিষয়েও সম্মত হয়েছে।
ল্যাটিসিয়ার এ সম্মেলনে বেশিরভাগ দেশের প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট ও গুরুত্বপূর্ণ মন্ত্রীরা থাকলেও ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনেরো ছিলেন না; পরে তিনি ভিডিও লিংকের মাধ্যমে সংযুক্ত হন।