January 20, 2025
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

আমরা ক’জন মুজিব সেনা’র নতুন কমিটি গঠন

দক্ষিণাঞ্চল ডেস্ক : আমরা ক’জন মুজিব সেনা নামের সংগঠনটির জাতীয় পরিচালনা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার (২৪ জুলাই) ও শনিবার (২৫ জুলাই) ভার্চুয়াল সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে আগামী এক বছরের জন্য সর্বসম্মতিক্রমে সাইদ আহমেদ বাবুকে সদস্য-সভাপরিচালনা ও সৈয়দ আবু তোহাকে সদস্য-সমন্বয়কারী করা হয়েছে। নবনির্বাচিত নেতারা গঠনতন্ত্র মোতাবেক পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। নবগঠিত ওই কমিটি আগামী বছর ৩০ জুন পর্যন্ত কর্যক্রম পরিচালনা করবেন।

এদিকে, নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা এ এফ জসীম উদ্দীন আহমেদ, সাবেক সদস্য-সভাপরিচালনা এ কে এম আফজালুর রহমান বাবু, সাবেক সদস্য-সমন্বয়কারী মোজাম্মেল হোসেন বেলাল, বিদায়ী সদস্য-সভাপরিচালনা গোলাম রাব্বানী চিনু ও বিদায়ী সদস্য-সমন্বয়কারী জাকির হোসেন মারুফ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *