November 26, 2024
আঞ্চলিক

আবু নাসের হাসপাতালে চিকিৎসা সেবা সম্প্রসারণের প্রয়োজন : সিটি মেয়র

 

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা বিভাগের প্রায় তিন কোটি মানুষের আধুনিক চিকিৎসা সেবার পথ সুগম করেছেন। কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চাহিদার সাথে সঙ্গতি রেখে চিকিৎসা সেবা সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য রোগীদের বিদেশমুখীতা কমাতে সরকার দেশের প্রত্যেক জেলায় করোনারি কেয়ার ইউনিট প্রতিষ্ঠার পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলিতে হৃদরোগ বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছে।

সিটি মেয়র গতকাল বৃহস্পতিবার সকালে খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ‘‘ইন্টারভেনশনাল কার্ডিওলজি’’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সি এম ই কমিটি এবং বাংলা ইন্টারভেনশনাল থেরাপিউটিক্স যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

হাসপাতালের পরিচালক ডা. বিধান চন্দ্র গোস্বামী’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা পরিষদ-খুলনার চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথির বক্তৃতায় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার দেশের চিকিৎসা সেবার উন্নয়নে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে চান। এ জন্য স্বাস্থ্যসেবা সম্প্রসারণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন এনআইসিভিডি’র সাবেক পরিচালক এবং বাংলা ইন্টারভেনশনাল থেরাপিউটিক্স-এর চেয়ারম্যান কাম কোর্স ডাইরেক্টর প্রফেসর ডা. আফজালুর রহমান, সম্মানিত অতিথি হিসিবে বক্তৃতা করেন খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এম এ আহাদ এবং উপাধ্যক্ষ ও বিএমএ-খুলনার সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ। অন্যান্যের মধ্যে কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. এস এম কামরুল হক, কেসিসি’র কাউন্সিলর এমডি মাহফুজুর রহমান লিটনসহ বিশেষজ্ঞ চিকিৎসকগণ কর্মশালায় উপস্থিত ছিলেন।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *