January 21, 2025
আঞ্চলিক

আবারও ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত কাজে এমপি বাবুর যোগদান

 

খবর বিজ্ঞপ্তি

আবারও নির্বাচনী এলাকার ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত কাজে অংশগ্রহণ করেছেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। তিনি গত বুধবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী এলাকা পাইকগাছার দেলুটি ইউনিয়নের গেওয়াবুনিয়া এলাকার ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত কাজে অংশগ্রহণ করেন। এর আগে তিনি গত ৩১ মে উপজেলার সোলাদানা ইউনিয়নের পাটকেলপোতা এলাকার ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামতকাজে অংশগ্রহণ করেন।

দেলুটির মেরামতকাজে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ডাঃ কওছার আলী গাজী, আওয়ামী লীগনেতা সুকৃতি মোহন সরকার, জেলা যুবলীগ নেতা জসিম উদ্দীন বাবু, শামীম সরকার, যুবলীগ নেতা দীজেন্দ্রনাথ মন্ডল, এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, অঞ্জন মন্ডল, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, সালাউদ্দীন কাদের ও ইউপি সদস্য চম্পক বিশ্বাস। মেরামত কাজে এলাকার শত শত নারী-পুরুষ শতষ্ফুর্তভাবে অংশগ্রহণ করে।

উল্লেখ্য, গত ২০ মে সুপার সাইক্লোন আম্পানের আঘাতে উপজেলার দেলুটি ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের ২০, ২০/১ ও ২২নং পোল্ডারের ওয়াপদার বেড়িবাঁধ ভেঙ্গে ও উপচে প্রায় ১৬টি গ্রাম প্লাবিত হয়। আশ্রয়হীন হয় হাজার হাজার মানুষ। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও ইউনিয়ন পরিষদের তত্বাবধায়নে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে টানা এক সপ্তাহ কাজ করে ২৮ মে বিকল্প বেড়িবাঁধ নির্মাণ কাজ সম্পন্ন করলেও এক সপ্তাহ যেতে না যেতেই ৫ মে প্রবল পানির ¯্রােতে গেওয়াবুনিয়ার উত্তরপাড়া থেকে বিকল্প বেড়িবাঁধ ভেঙ্গে ফের গেওয়াবুনিয়া, পারমধুখালী, চকরীবকরী ও দিঘলিয়া গ্রামের আংশিক এলাকা প্লাবিত হয়।

এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, সকল ষড়যন্ত্র ও অপরাজনীতি পরাজিত করে সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় অবশেষে বাঁধ মেরামত কাজ সম্পন্ন করার মাধ্যমে মানবতার জয় হয়েছে।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *