আফিলগেট বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা আটরা শিল্পাঞ্চলের আফিলগেট বাজারবণিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন গতকাল বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্তশান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন ৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী পেয়েছেন ১১২ ভোট, নিকটতম প্রতিদ্ব›দ্বী মোঃ মঞ্জুরুল ইসলাম পেয়েছেন ৪২ ভোট। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ রবিউল ইসলাম প্রাপ্ত ভোট ৯৯ , তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আব্দুস সাত্তার মোল্যা প্রাপ্ত ভোট ৩১, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল হোসেন প্রাপ্ত ভোট ৮১ তার নিকটতম প্রতিদ্ব›দ্বী গাজী আব্বাস উদ্দিন প্রাপ্ত ভোট ৫৩। নির্বাচনে ১৬০ জন ভোটারের মধ্যে ১৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন।
নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন আটরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান চন্দ্র নন্দী, সহকারী হিসাবে আটরা শ্রীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলম সরদার ও আফিল জুট মিলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মোশারফ হোসেন নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন।
৩৬নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী পুনরায় আফিলগেট বাজার বনিক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, খানজাহান আলী থানা আ’লীগের সহ সভাপতি বেগ আব্দুর রাজ্জাক, ফুলতলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌসী নিশা, আ’লীগ নেতা সরদার আলী আহম্মেদ, খানজাহান আলী থানা যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান রুপম, শিরোমণি তরুন সংঘের সভাপতি শেখ তরিকুল ইসলাম।