আফিলগেটে ১০১ বোতল ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী আটক
খানজাহান আলী থানা প্রতিনিধি
খুলনা যশোর মহাসড়কের আফিলগেট বাইপাস সংলগ্ন পুলিশ চেকপোষ্টে গতকাল শনিবার বিকাল ৪টায় ইজিবাইক তল্লাশী করে ১০১ বোতল ফেন্সিডিলসহ মো. রেজাউল করিম সরদার(২৯) ও তার স্ত্রী রোজিনা বেগম (২৬) দুই যাত্রীকে পুলিশ আটক করেছে।
এস আই রোকনুজ্জামান জানান, গতকাল বিকালে আফিলগেট চেকপোষ্টে বিভিন্ন যানবাহন তল্লাশীকালে একটি ইজিবাকের দুই যাত্রীর আচারণ সন্দেহজনক হলে তাদেরকে তল্লাশী করে তাদের কাছে থাকা একটি ব্যাগের মধ্যে থেকে ১০১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত মো. রেজাউল করিম সরদার বরিশাল বিমানবন্দও শিবশাপা এলাকার আব্দুল মজিদ সরদারের পুত্র এবং রেজাউলের স্ত্রী রোজিনা বেগম। এ রির্পোট লেখা পর্যন্ত খানজাহান আলী থানায় মাদকদ্রব আইনে মামলার প্রস্তুতি চলছিলো।