আফিলগেটে জামাই কর্তৃক শ্বশুর ও শ্যালককে কুপিয়ে জখম
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন আফিলগেটে জামাই কর্তৃক শশুর ও শ্যালককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে গতকাল সোমবার সকাল ৯টার সময় আফিলগেট সাধুর বটতলা এলাকার ফারুকের পুত্র হযরত তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে তার শশুর হালিম ও শ্যালক মনির (৩২) কে হাতে থাকা কেঁচি দিয়ে কুপিয়ে জখম করে।
এসময় স্থানীয়রা উদ্ধার করে পিতা পুত্রকে ফুলতলা উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করেছে। মনিরের ছোটভাই আমিরুল বলেন সামান্য বিষয় নিয়ে আমার ভাইয়ের হাতে ও বুকে কেঁচি দিয়ে কুপিয়ে এবং আমার পিতাকেও জখম করা হয়েছে। খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ঘটনা স্থলে পরিদর্শন করেছে এবং মামলার প্রস্তুতি চলছে।